তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে ?

মহাযুদ্ধের দ্বারপ্রান্তে, Scenario: 1 . পৃথিবীর বুকে এক অদৃশ্য সন্ধ্যা নেমে এসেছে। সূর্য আর আগের মতো দিগন্ত ছুঁয়ে হাসে না, চাঁদের আলোতেও নেই সেই পুরনো কোমলতা। সব কিছু এক ধরনের ভয় আর অস্থিরতায় মোড়া। বাতাসে টের পাওয়া যায় বারুদের গন্ধ, আকাশজুড়ে ঝুলে আছে অনিশ্চয়তার ছায়া। মানুষ, শহর, সভ্যতা—সব মিলিয়ে পৃথিবী ঢুকে পড়েছে এক নতুন অধ্যায়ে।…

আরো পড়ুন